Sunday, February 18, 2018

PILSONYA GRAMER SHRIKHOL BADONE NADIYANONDON

 

 

 

 

 পিলসোঁয়ার শ্রীখোলবাদনে নদিয়ানন্দন


প্রাচীন জনপদ পিলসোয়াঁ।অনেকেই দাবি করেন একাদশ শতকের ঈশ্বর ঘোষের তাম্রশাসনে উল্লিখিত গাল্লিটিপক ,দিঘসোদিকা আর পিয়ল্লমন্ডল জনপদ--- একালের গোতিষ্ঠা দীর্ঘসোয়াঁ আর পিলসোয়াঁ গ্রাম।কুনুর নদির ঘেরাটোপে এ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়।রয়েছে  সহজিয়া আউলচাঁদের আস্তানা।কাটোয়া মহকুমার সার্কিট টুরিজমের অন্যতম দর্শনীয় স্থান হতে চলেছে। এ-গ্রামের বিশিষ্ট শ্রীখোল বাদক শ্রীনদিয়ানন্দন বৈরাগ্য।ইনি পশ্চিমবঙ্গ যুবকল্যাণ দপ্তর আয়োজিত প্রতিযোগিতায় রাজ্যস্তরে প্রথম পুরুস্কার প্রাপ্ত শিল্পী।গ্রামের কিশোর দের নিয়ে তিনি তৈরি করেছেন একটি শ্রীখোল-বাদক-দল।দেখুন--কুনুরের তীরে বটের ছায়ায়   সেই বাজনার এক ঝলক!

No comments:

Post a Comment

PROTNO-SAMRAT

https://thekoulal.wordpress.com কৌলাল ওয়েবসাইটেও পড়তে পারেন।আর দেখতে পারেন মনের মতো ছবি।                                              ...