আনন্দের কথা এবার থেকে শুরু হলো কৌলাল অন লাইন ব্লগ।এই অন লাইন ব্লগে এবার আপনাকেও স্বাগত। বাংলার ইতিহাস সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ক্ষেত্রসমীক্ষা ভিত্তিক যে কোন মৌলিক লেখা ছবি ভিডিও সহ পাঠিয়ে দিন। বাংলা বা ইংরাজিতে লেখা পাঠান।নির্বাচিত হলে ব্লগে পোস্ট করা হবে। এই ব্লগটি অল্প দিনের মধ্যে যেভাবে পাঠকের কাছে সমাদৃত হয়েছে তাতে আমরা আনন্দিত ও উৎসাহিত।আপনিও এই ব্লগে লিখুন।আর দেশ বিদেশের পাঠকের কাছে পোঁছে যান।অভ্রতে টাইপ করে মেল করুন -- drswapankrthakur@gmail.com.ফোন --9332933023.সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি আর সংক্ষিপ্ত লেখক পরিচিতি পাঠাবেন ।
যেকোন যোগাযোগ-----
Any jain sculpture?
ReplyDelete