Tuesday, May 17, 2016

KHERUYAR JORA VISHNU MURTI

                                    খেড়ুয়ার জোড়া বিষ্ণুমূর্তি



 এপাড়ে  মঙ্গলকোট থানার খেড়ুয়াগ্রাম। ওপাড়ে কেতুগ্রামের গনফুল।মাঝখানে বহে যায় দুরন্ত অজয়।এখন অবশ্য নদী শুকিয়ে কাঠ।ধূ ধূ বালুচর। নদীর গর্ভ থেকে বালি কাটা শুরু হয়েছে জোরকদমে ।সামনেই  বর্ষা ।নাওয়া খাওয়া ভুলে  মেশিন দিয়ে  হরদম বালি কাটা হচ্ছে। বড় বড়  লরি নেমে পড়ছে অজয়ের গাভায়। তারপর বালি বোঝাই করে হু হু গতিতে  ছোটে  নদিয়া হুগলির পথে প্রান্তরে।খেড়ুয়ার বালিঘাটের এই হলো গিয়ে প্রাত্যহিক চিত্রনাট্য।

দিনতিনেক আগে  ভোরবেলায় বালি কাটতে গিয়ে  পাওয়া গেল জোড়া বিষ্ণুমুর্তি। ঘোর কৃষ্ণ বর্ণের পাথর। দহের জলে চান করিয়ে সামান্য ঘি মাখাতেই সে কি রঙের জেল্লা!অক্ষতপ্রায় প্রথম  মূর্তির উচ্চতা তিন ফুট।অপর মূর্তিটি বালি কাটার যন্ত্রে  মুখ ও বুকের অংশ  বেশ কিছুটা  ক্ষত বিক্ষত। উচ্চতা প্রায় পৌনে তিন ফুট। দুটি মূর্তি একই ধরনের।চালির উপরি ভাগে সুগঠিত কীর্তিমুখ।দুপাশে বিদ্যাধর ও বিদ্যাধরী।তাদের পায়ের উপরে বসে আছে আরো এক জোড়া মূর্তি।চালির  প্রান্তে কিন্নর কিন্নরী গণধরেরা রয়েছে।অলঙ্করণ হিসাবে সিংহ হাতির  প্রচলিত মোটিফ ব্যবহৃত হয়েছে।বিষ্ণু সমপাদস্থানিক ভঙ্গিমায় দন্ডায়মান। তাঁর দু পাশে লক্ষ্মী ও সরস্বতী।তাঁদের আবার দুই সহচরী দু পাশ থেকে উঁকি মারছেন! বিষ্ণুর উপরের ডানহাতে গদা বাম হাতে চক্র  নিচের বাম হাতে শঙ্খ আর ডানহাতে পদ্ম।রথাকৃতি পাদপীঠ। সেখানে ঠাঁই মিলেছে বিষ্ণু বাহন গড়ুরের।বিশেষজ্ঞদের মতে মূর্তি দুটি ভোগবিষ্ণু ও ত্রিবিক্রম রূপের।দশম থেকে দ্বাদশ শতকের এই মূর্তি।বালি- শ্রমিকরাই মূর্তিদুটি উদ্ধার করে বালি ঘাটে রাখেন।পরে বেলা আটটার দিকে খেড়ুয়া গ্রামবাসীরা মূর্তি তুলে নিয়ে গিয়ে গ্রামের ভিতরে এক নির্মীয়মান শিবমন্দিরে রেখে যথারীতি পুজো আচ্চা শুরু করে

দেন।মঙ্গলকোট থানার পুলিশ মূর্তি উদ্ধার করতে এলে গ্রামবাসীদের বাধা পান।গ্রামবাসীরা বলেন 'মূর্তি তাদের গ্রামেই থাকবে।পুলিশকে তারা মুচলেকা দিয়ে জানিয়েছে মূর্তিদ্বয়ের যাবতীয় দায়ভার গ্রামবাসীদের'। অনেকেই বলেন মূর্তিদুটিকে যথাযথ সংরক্ষণ করে গ্রামে রাখাই যেতে পারে। এই অঞ্চলে একাধিক বিষ্ণু মূর্তি মিলেছে।এতে এলাকার  পর্যটনের  একটা নতুন দিক খুলে যেতে পারে। ইতিমধ্যেই গ্রামবাসীরা মন্দির গড়ার জন্য সচেষ্ট হয়েছেন এবং মূর্তিদুটি দেখভালের জন্য রাত পাহাড়ার ব্যাবস্থা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য খেড়ুয়া গ্রামের অজয়নদী থেকে বছর কুড়ি আগে প্রায় সাড়ে চারফুট লম্বা আর একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছিল।মূর্তিটি গ্রামেই পূজিত হচ্ছে।
গণফুলের বাঁশের জঙ্গল

3 comments:

  1. murtiguli kon juger? Shune mone hochchhe je tokhon Banglaye Shakti puja apekkha bishnu puja prochlito chhilo. Murtiguli ki tahole Bauddha juger parabartee kaler? Se somoy Kon Hindu Raj bongsha rajatya korto?

    ReplyDelete
  2. মূর্তিগুলি দশম থেকে দ্বাদশ শতকের।উত্তরবঙ্গ থেকে কাটোয়া অঞ্চল পর্যন্ত প্রচুর এই ধরণের বিষ্ণু মুর্তি আবিস্কৃত হয়ে চলেছে

    ReplyDelete
  3. lord Buddha Mahabodhi Vihar or Mahabodhi Tree is a famous Buddhist vihara located in Land of Gautam Buddha Bodh Gaya. Listed in World Heritage by UNESCO.

    ReplyDelete

PROTNO-SAMRAT

https://thekoulal.wordpress.com কৌলাল ওয়েবসাইটেও পড়তে পারেন।আর দেখতে পারেন মনের মতো ছবি।                                              ...