বিষ্ণু মূর্তিঃ কাটোয়ার কাঁকুরহাটিতে
কাটোয়ার উপকন্ঠে কাঁকুরহাটিতে রেললাইনের কাজের জন্য মাটি কাটতে গিয়ে মিলল পাল-সেন আমলের অক্ষত এক বিষ্ণুমূর্তি।কালো কষ্ঠি পাথরের তৈরি মূর্তিটির উচ্চতা প্রায় পৌনে দু-ফুট।সমপাদস্থানিক ভঙ্গিমায় দন্ডায়মান বিষ্ণু।দুপাশে লক্ষ্মী ও বীণাবাদিকা সরস্বতী।বিষ্ণুর চার হাতের উপরের ডান হাতে গদা,উপরের বাম হাতে চক্র।নিচের বাম হাতে শঙ্খ ডান হাতে পদ্ম।রূপমন্ডন গ্রন্থানুসারে এটি ভোগবিষ্ণু।ত্রিবিক্রম রীতির।চালির অগ্রভাগে সুগঠিত কীর্তিমুখ,দু পাশে উড়ন্ত বিধ্যাধর বিধ্যাধরী। মুর্তিটি বর্তমানে কাঁকুরহাটি গ্রামের বাগদি পাড়ায় পূজিত হচ্ছে।অজয়ের গ্রাসে কাঁকুরহাটি গ্রাম |
No comments:
Post a Comment